ভারতীয় সংবিধান থেকে আরো প্রশ্ন

Show Important Question


61) নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি ?
A) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
B) লোকসভার ডেপুটি স্পিকার
C) রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার
D) ডেপুটি প্রাইম মিনিস্টার

62) সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন –
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) প্রধান সেনাপতি
D) লোকসভার অধ্যক্ষ

63) কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন –
A) প্রধানমন্ত্রী
B) রাষ্ট্রপতি
C) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
D) প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ

64) নিম্নলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?
A) উপরাষ্ট্রপতি
B) সলিসিটার জেনারেল
C) এটর্নি জেনারেল
D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

65) লোকসভার স্পিকার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার আগে পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে তাঁর পদত্যাগ পত্র প্রেরণ করবেন ?
A) প্রধানমন্ত্রী
B) লোকসভার সেক্রেটারি-জেনারেল
C) উপরাষ্ট্রপতি
D) লোকসভার ডেপুটি স্পিকার

66) The President of india can declare emergency? / ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন –
A) When financial stability is endangered/ আর্থিক স্থিতাবস্থা বিঘ্নিত হলে
B) When security of India is threatened/ যখন ভারতের নিরাপত্তা বিপন্ন হলে
C) When there is a breakdown of the constitutional machinery/ সাংবিধানিক কাঠামো বিপর্যস্ত হলে
D) Any or all of the above/ উপরোক্ত সমস্ত বা যে কোনো একটির ক্ষেত্রে

67) ভারতের কেন্দ্রসসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান হলেন –
A) রাজ্যপাল
B) প্রধানমন্ত্রী
C) লেফটেন্যান্ট গভর্নর
D) রাষ্ট্রপতি

68) লোকসভায় এংলো-ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন
A) সংখ্যালঘু কমিশন
B) রাষ্ট্রপতি
C) প্রধানমন্ত্রী
D) উপ-রাষ্ট্রপতি

69) রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন –
A) নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
B) লোকসভার স্পিকারের সাথে আলোচনা করে
C) প্রধানমন্ত্রীর সুপারিশে
D) উপরোক্ত সবকটি ক্ষেত্রে

70) ভারতের রাষ্ট্রপতি এখনো পর্যন্ত মোট কতবার “জাতীয় আপৎকালীন অবস্থা” ঘোষণা করেছেন ?
A) ১ বার
B) ২ বার
C) ৩ বার
D) একবারও জারি করেননি

71) কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন ?
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) লোকসভার অধ্যক্ষ
D) উপরাষ্ট্রপতি

72) রাষ্ট্রপতির জারি করা “জরুরি অবস্থা” এর ঘোষনাকে কত দিনের মধ্যে সংসদের উভয়কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় ?
A) ১ মাস
B) ২ মাস
C) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে ১ মাস এবং বাকি দুটির ক্ষেত্রে ২ মাস
D) জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে ২ মাস এবং বাকি দুটির ক্ষেত্রে ১ মাস

73) নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?
A) উপরাষ্ট্রপতি
B) সলিসিটার জেনারেল
C) এটর্নি জেনারেল
D) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

74) কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?
A) সেনাপ্রধান
B) রাষ্ট্রপতি
C) উপরাষ্ট্রপতি
D) প্রধানমন্ত্রী

75) কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা ‘কৃপাণ’ বহন করতে পারে?
A) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার
B) স্বাধীনতার অধিকার
C) সাম্যের অধিকার
D) ধর্মীয় স্বাধীনতার অধিকার

76) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক ?
A) বিধানসভার স্পিকার
B) মুখ্যমন্ত্রী
C) রাজ্যের অর্থমন্ত্রী
D) রাজ্যপাল

77) In which year financial emergency was proclaimed under Article 360 in India ? / ভারতে আর্থিক জরুরি অবস্থা ( ৩৬০ নং ধারা ) প্রথম জারি হয়েছিল –
A) 1962/ ১৯৬২ সালে
B) 1965/ ১৯৬৫ সালে
C) 1975/ ১৯৭৫ সালে
D) Never/ একবারও জারি হয়নি

78) লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নূন্যতম কত শতাংশ আসন পেতে হয় ?
A)
B) ১০
C) ১৫
D) ৩৩

79) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?
A) পুরুষদের ভোটাধিকার
B) আনুপাতিক প্রতিনিধিত্ব
C) পুরুষ, মহিলা ও শিশুদের ভোটাধিকার
D) সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার

80) নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত ?
A) শিক্ষা
B) অরণ্য
C) কৃষি
D) পুলিশ প্রশাসন